Sunday, 12 July 2015

"শিশুর ডায়েরী"

Me On Facebook...


আম্মু যখন আমার আগমনের খবরটা আব্বুকে দিল ঠিক কয়েক মুহুর্তের জন্য চুপ হয়ে গেল আব্বু।
কিছুখন পর একটু রাগি সুরে আম্মুকে বলল,'আর কেউ কি জানে?'....'না কাউকে বলিনি এখন....
'বলার দরকার নেই আপাতত'.
শংকিত গলায় আম্মু বলল কেন?
আব্বুর নির্বিকার উত্তর....ওকে রাখা যাবেনা'
কথাটার অর্থ তখন বুঝিনি আমি...কিন্তু আম্মুর অনুভূতি গুলো বুঝতে পারছিলাম......
আম্মুর সঙ্গে আমার শরীর টাও ক্রমস অবশ হয়ে আসছিল.... আমি বুঝতে পারিনা আমি তাদের প্রথম সন্তান হওয়া সত্তেয় তারা এত চিন্তিত কেন?....আম্মু রাতে ঝগ্রা করে না খেয়ে ঘুমিয়ে পরে..
আমি আম্মুকে বোঝাতে পারিনা যে আম্মু না খেয়ে থাকলে কতটা কস্ট হয় আমার.. যন্ত্রনায় ছটফট করি সারারাত..
মা বলে ডাকতে ইচ্ছে করে...কিন্তু বলতে পারিনা...........
...আব্বুঃতুমি সহজ কথাটা বুঝতে পারছনা কেন?
আম্মুঃকোন কথাটা তুমি সহজ বোলছ?..
আমি আমার সন্তাণকে চাই,আর কিছু না..
আব্বুঃমতামত শুধু তোমার না।কারন সন্তানটা আমারও ।আর আমি যা করছি তা আমাদের ভালোর জন্য....
আব্বু চিৎকার করেই যাচ্ছে।শেষ পর্যন্ত আম্মু হার মানতে বাধ্য হল...
হ্যা....
আমি সব শুন্তে পাচ্ছি কিন্তু কিছু বলতে পারছিনা
......বোলব বা কিভাবে আমি তো এখন বোলতে শিখিনি....
আমার বয়স মাত্র তিন মাস..কথা বলতে শিখিনি সত্য,কিন্তু তাই বলে আমি এখন রক্ত পিন্ড নৈ...আমার হাত,পা,নাক,মুখ সবই আছে এখন...
আছে একটা ছোট্ট মনও........
আম্মুকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে....
সব মায়েরা ওটাতে যায় একটি সুস্থ সন্তান জন্ম দেওয়ার জন্য আর আম্মু গেল একটি সুস্থ সন্তান কে হত্যা করার জন্য....
ওটার বাইরে আব্বু আমার মৃত্যুর
সুসংবাদের অপেক্ষায়...
খুব ভয় হছে আমার..লুকানোর জায়গা খুজে পাচ্ছিনা।পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গায়েও আমি নিরাপদ না....আজ আমি অনিরাপদ
কিছুখন কিছু বুঝে উঠতে পারলাম না....
খুব ধারাল কিছু একটা দিয়ে ক্ষত বিক্ষত করা হছে আমাকে..
সহ্য করতে পারছি না.
আব্বুর সেই
"রাখা যাবেনা"
কথাটার অর্থ যে কতটা কঠিন তা এখন বুঝতে পারছি আমি.............................. এটা কেমন জীবন যার জন্ম হয়ার আগেই মৃত্যু হল................

No comments:

Post a Comment